এটা পাকিস্তান নয়, স্বাধীন বাংলাদেশ

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য নিয়ে যারা সমালোচনা করছেন তাদেরকে কড়া হুঁশিয়ারি দিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আজ মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

তিনি লিখেছেন, ‘বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য নিয়ে যারা উল্টাপাল্টা কথা বলছেন তাদের মনে রাখা দরকার এটা পাকিস্তান নয়, এটা স্বাধীন বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশে এই ধরনের বক্তব্য বরদাশত করা হবে না। এই কুচক্রীদের বিরূদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহবান জানাচ্ছি।’

আরও পড়ুন: বিমানবন্দরের মেঝেতে ঘুমাল ফুটবল দল!আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইয়ে গাম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে বেশ বিড়ম্বনায় পড়েছে গ্যাবন জাতীয় দল। পিয়েরে-এমেরিক অবামেয়াং ও তার সতীর্থরা গাম্বিয়ায় পৌঁছে দেশটির এক বিমানবন্দরে রাত কাটান। তারা বিমানবন্দরের মেঝেতে ঘুমান।

স্থানীয় সময় গত রবিবার গাম্বিয়ার বানজুল বিমানবন্দরে পৌঁছায় গ্যাবন জাতীয় ফুটবল দল। কিন্তু তাদের বিমানবন্দর ছাড়ার অনুমতি দেয়নি কাস্টমস কর্তৃপক্ষ। এখন গাম্বিয়ায় প্রবেশের আগে সবার করোনাভাইরাস পরীক্ষা বাধ্যতামূলক। দেশটিতে পা রাখার ৪৮ ঘণ্টা আগে সেই পরীক্ষা করতে হয়। কিন্তু গ্যাবন দলের ফুটবলাররা এই পরীক্ষা করারনি।

ফলে তাদের বিমানবন্দরে আটকে থাকতে হয়। এরপর বাধ্য হয়ে তারা বিমানবন্দরের মেঝেতে ঘুমিয়ে পড়েন। তাদের ঘুমানোর সেই ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর্সেনালের ফরোয়ার্ড অবামেয়াং নিজেও টুইটারে একটি ছবি পোস্ট করে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের তীব্র সমালোচনা করেছেন।