ওমানে নতুন ভিসা প্রদান বিষয়ে কমিটি গঠন

উপসাগরীয় দেশ ওমানে নতুন ভিসা প্রদান সংক্রান্ত বিষয় নিয়ে অধ্যয়ন করার জন্য নতুন করে একটি কমিটি গঠন করেছে সু;প্রিম কমিটি।

গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ওমানের স্বাস্থ্যমন্ত্রী ড. আহমেদ আল সাইদী এই তথ্য দিয়ে বলেছেন, “রয়্যাল ওমান পু;লিশের সঙ্গে ধারাবাহিকভাবে সমন্বয় চলছে ও সুপ্রিম কমিটির প্রতিনিধিত্বকারী সকল সংস্থাকে নিয়ে নতুন ভিসা প্রদান বিষয়ে অধ্যয়নের জন্য একটি প্রযুক্তিগত দল গঠন করা হয়েছে।

কিন্তু কবে থেকে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হবে সে সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী ড. আহমেদ আল সাইদী কিছু প্রকাশ করেননি।

উল্লেখ্য বিশ্বব্যাপি কো;ভিড-১৯ এর প্রা;দুর্ভাবের কারণে ওমান সাময়িকভাবে সকল নতুন কাজের ভিসা প্রদান স্থ;গিত করেছে।

তবে ধারনা করা হচ্ছে নতুন এই কমিটি শীঘ্রই নতুন ভিসা প্রদান সম্পর্কে দিক নির্দেশনা দিবে আর সে অনুযায়ী সরকার নতুন ভিসা চালু করতে পারে।

এদিকে স্বাস্থ্যমন্ত্রী আল সাইদী নিশ্চিত করেছেন যে, চলতি বছরের শেষের দিকে দেশে করোনার টি’কা আসলে ১ম পর্যায়ে ৪০% জনগণ করোনা ভ্যা’কসিন বা টি’কা গ্রহণ করবেন।

করোনা প্র;তিরোধের জন্য গঠিত সু’প্রিম কমিটির সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী আল সাইদী বলেন,”ওমান বেশ কয়েকটি টি’কা সংরক্ষণ করেছে ও সুলতানাতের প্রায় ৪০% জনগণকে টি’কা দেওয়ার লক্ষ্য রয়েছে।

তিনি আরও জানিয়েছেন, ১ম সারিতে প্রাথমিক পরিষেবা সরবরাহকারী, চে;কপয়েন্টগুলির কর্মচারী, দীর্ঘস্থায়ী রো;গে আ;ক্রান্ত ব্যক্তি ও বয়স্কদের ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার থাকবে।

করোনা আ;ক্রান্তের সংখ্যা দেশটিতে হ্রাস পেয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন “আমি আশা করি যে সাম্প্রতিক সময়ে রেকর্ড করা করোনা সং;ক্রামন হ্রাস আ;ত্মতৃপ্তি হতে পারে না ও স;তর্কতামূলক স্বাস্থ্যকর প;দক্ষেপের প্রতি দা;য়বদ্ধতার অভাব দেখা দেবে না”।

“স;তর্কতামূলক পদক্ষেপগুলি এবং রাতের ল;কডাউন মে;নে চলায় ভাল ফল হয়েছে, তবে সং;ক্রামিত মানুষের সংখ্যা হ্রা;স হওয়ার অর্থ এই নয় যে আমরা ম;হামারিটি পেরিয়ে গেছি,” তিনি যোগ করেছেন।

বিগত ২৪ ঘন্টা ওমানে৩৫ জন ক;রোনাক্রান্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে ১০ জনকে আ;ইসিইউতে আছেন।