মেজর (অব.) সিনহা হ’ত্যা মা’মলায় গ্রে’ফতার টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে আইনি সহায়তা দেয়ায় আন্তর্জাতিক অ’পরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রসিকিউটর রানা দাশগুপ্তকে ট্রাইব্যুনাল থেকে তার পদত্যাগের দাবি জানিয়েছেন কক্সবাজার স্থানীয় আওয়ামী লীগের এক নেত্রী।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান কক্সবাজার জে’লা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সারওয়ার কাবেরী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাজনীন সারওয়ার কাবেরী বলেন, ‘যেহেতু আন্তর্জাতিক অ’পরাধ ট্রাইব্যুনালের মর্যাদা
সুপ্রিম কোর্টের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদ মর্যাদার সমান এবং রানা দাশগুপ্তের নিয়োগ গেজেটেড নোটিফিকেশনে সেহেতু তিনি আন্তর্জাতিক অ’পরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে সাংবিধানিক পদে থেকে ঘৃণিত আ’সামির পক্ষে আইন পেশায় নিয়োজিত থাকতে পারেন না।’
তিনি আরও বলেন, ‘লিগ্যাল রিমেম্বার অ্যাক্ট অনুযায়ী এখন রানা দাশগুপ্ত রাষ্ট্রের বেতনভুক্ত কর্মকর্তা। যা প্রতিমন্ত্রী পদ
মর্যাদার সমান। এদিক থেকে রানা দাশগুপ্ত এ পদে থেকে কোনো ধরনের আইনি সহায়তা দিতে পারেন না। যদি তিনি আইনি সহায়তা দিতে চান, তবে স্বেচ্ছায় সাংবিধানিক পদ থেকে পদত্যাগ করে অ’ভিযুক্ত আ’সামিকে আইনি সহায়তা দিতে পারেন।’
কাবেরী বলেন, ‘এছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতির রেফারেন্স ব্যতীত তিনি সরাসরি আ’সামির পক্ষে ওকালতি করতে পারেন না।’
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আপনারা জানেন ওসি প্রদীপ সে’নাবা’হিনীর চৌকস অফিসার মেজর (অব.) সিনহা হ’ত্যা মা’মলার আ’সামি। এছাড়া তার বি’রুদ্ধে বিচারবহির্ভূত হ’ত্যা, ধ”ণ, ইয়াবা ব্যবসা ও চাঁ’দাবাজিসহ নানা
অ’ভিযোগ রয়েছে। সেই বি’তর্কি’ত ওসির পক্ষে আইনি সহায়তা দিচ্ছেন আন্তর্জাতিক অ’পরাধ ট্রাইব্যুনালের (আইসিটি)
প্রসিকিউটর রানা দাশগুপ্ত। রাষ্টের গুরুত্বপুর্ণ পদে থেকে সকল সুযোগ সুবিধা নিয়ে তিনি এমনটা করতে পারেন না। তার মত একজন ব্যক্তি এমন ঘৃণ্য মানুষের পক্ষে আইনি সহায়তা দেয়ায় বাংলাদেশের মুক্তবুদ্ধির সব মানুষ আ’হত ও বিস্মৃ’ত হয়েছে।’
আন্তর্জাতিক অ’পরাধ ট্রাইব্যুনাল থেকে রানা দাশগুপ্তের পদত্যাগের দাবি করে কাবেরী বলেন, ‘প্রধানমন্ত্রী যেখানে যেকোনো অ’পরাধ ও দু’র্নীতির বি’রুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন সেখানে ওসি প্রদীপের মত একজন চিহ্নিত
অ’পরাধীকে একজন স’রকারী আইনজীবী আইনি সহায়তা দেয়ায় রাষ্ট্রের আইনি ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ ও কলঙ্কিত করেছে। এ অবস্থায় দেশের একজন নাগরিক হিসেবে, বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে আমি আন্তর্জাতিক অ’পরাধ ট্রাইব্যুনাল থেকে এ্যডভোকেট রানা দাশগুপ্তের পদত্যাগ দাবি করছি।’