ব্যাচেলর নারী-পুরুষদের একসাথে থাকার অনুমতি দিতে যাচ্ছে আরব আমিরাত

প্রেমিক-প্রেমিকা অথবা অবিবাহিত যু;গল চাইলেই একসাথে থাকতে পারবেন এমনই সুযোগ দিতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের সরকার।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতে অ্যা;লকোহল পা;নের ক;ড়া নি;ষেধাজ্ঞাতেও আসছে শি;থিলতা। দেশটির জাতীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম নিউজ এজেন্সি এবং সংবাদপত্র দ্য ন্যাশনাল এসব তথ্য নিশ্চিত করেছে।

মুসলিম দেশ হিসেবে পরিচিত দেশটি তাদের ই;সলামি আ;ইনকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে বলে জানানো হয়েছে।

মানুষের ব্যাক্তিগত স্বা;ধীনতার সীমারেখা বর্ধিত করার জন্য ইসলামি আ;ইনে শি;থিলতা আনা হচ্ছে বলে জানিয়েছে আমিরাত।বিশ্বের বিভিন্ন দেশের ভ্রমণকারীদের অন্যতম জায়গা সংযুক্ত আরব আমিরাত।

অবকাশ যাপনের জন্য সারাপৃথিবীর লোকজন এখানে আসে। কিন্তু পর্যটকদের জন্য অ্যালকোহল পান এবং অবকাশ

যাপনের যাবতীয় আয়োজনের ব্যবস্থা থাকলেও দেশটির নাগরিকদের এসবের মধ্যে জড়িয়ে যাওয়াকে শা;স্তিযোগ্য অ;পরাধ হিসেবে গণ্য করা হতো।

সংযুক্ত আরব আমিরাত কর্তৃক এমন সময় এ ঘোষণাটি আসলো যখন আমেরিকার মধ্যস্ততায় ইসরায়েলের সঙ্গে দেশটির সম্পর্ক স্থাপিত হয়েছে।ধারণা করা হচ্ছে, এর মধ্য দিয়ে দেশটিতে ইসরায়েলি বিনিয়োগের পাশাপাশি পর্যটকের সংখ্যা বাড়বে।

অ্যা;ল;কো;হ;ল পা;ন করা, সংগ্রহ করা কিংবা বাজারজাত করার অ;পরাধে ২২ বছর বা তারও বেশি শা;স্তির বি;ধানটি এখন পরিবর্তন হবে। এর আগে লা;ইসেন্সের ম্যাধ্যমে অ্যা;লকোহল পা;নের অনুমতি ছিল কিন্তু নতুন আ;ইনে এ ধরনের কোনো বি;ধিনিষেধ থাকছে না।

সূত্র: ডব্লিউএএম নিউজ এজেন্সি, দ্য ন্যাশনাল, ইকোনমিকস টাইমস,