কসঙ্গে আরও ছয়জন সংসদ সদস্য (এমপি) করো;না;ভা;ই;রাসে আ’ক্রান্ত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) তাদের কো;ভিড-১৯ পরীক্ষার ফলাফল প;জিটিভ এসেছে। এদের মধ্যে একজন এমপি দ্বিতীয়বার আ’ক্রা;ন্ত হয়েছেন।
করো;না আক্রা;ন্ত এমপিরা হলেন- সংরক্ষিত নারী আসনের নাদিরা ইয়াসমিন জলি ও তাহমিনা বেগম; নাটোর-২ (নাটোর সদর উপজেলা ও নলডাঙ্গা উপজেলা) আসনের শফিকুল ইসলাম, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের নুরুজ্জামান
, নওগাঁ-২ আসনের সাবেক হুইপ শহিদুজ্জামান সরকার এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।
সংসদ ক্লিনিকের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করার পর সংশ্লিষ্ট একাধিক সংসদ সদস্য করোনা আ’ক্রা;ন্তের বিষয়টি স্বীকার করেছেন।
জাতীয় সংসদের বিশেষ অধিবেশন বসছে আগামীকাল রোববার (৮ নভেম্বর)। সন্ধ্যা ৬টায় সংসদের বৈঠক শুরু হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সংসদের দশম অধিবেশনটি বিশেষ অধিবেশন
হিসেবে বসছে।এ অধিবেশন বসার একদিন আগেই একসঙ্গে ছয় এমপির করো;না পরীক্ষার রিপোর্ট পজি;টিভ এলো। সত্র: জাগোনিউজ