টাঙ্গাইলে একটি পত্রিকার জন্ম হলে তার সাথে শ’খানেক সাংবাদিকের জন্ম হয়।
বর্তমানে টাঙ্গাইলে সাংবাদিকের ভীড়ে রাস্তায় হাটা যায় না।
আমি টাঙ্গাইল প্রেসক্লাবের সেক্রেটারী হিসেবে জাহাজমারা পত্রিকার সম্পাদক ও প্রকাশককে অনুরোধ করব, আপনারা প্রতি উপজেলায় ১ জন করে ১২ জন আর সদরে ২/৩ জন সাংবাদিককে কার্ড প্রদান করবেন।
তাতে করে আপনাদের মান ও সন্মান বজায় থাকবে।
কথাগুলো বলেছেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।
টাঙ্গাইল থেকে প্রকাশিত সাপ্তাহিক জাহাজ মারা পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে দেয়া এক বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, টাঙ্গাইলে সাংবাদিকতার মান বাড়াতে আমাদের কাজ করতে হবে।
বুধবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাংসদ জোয়াহেরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সেক্টর কমান্ডার ফোরামের জেলা শাখার সভাপতি আবু মো. এনায়েত করিম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক বীর প্রতীক, সরকারি কৌশুলী (পিপি) এস আকবর খান ও জাহাজমারা পত্রিকার প্রকাশক আতিকুর রহমান।
এছাড়া বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন, জাহাজমারা পত্রিকার সম্পাদক গোলাম কিবরিয়া বড় মনি।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কালের কন্ঠের টাঙ্গাইল প্রতিনিধি অরণ্য ইমতিয়াজ।