কুয়েতের এয়ারপোর্টে প্রবাসী বাংলাদেশির মৃ;ত্যু

বাংলাদেশের রাজধানী ঢাকা যাওয়ার জন্য প্রস্তুত ফ্লাইট ছাড়ার ৩০ মিনিট আগে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রবাসী বাংলাদেশী যাত্রী মা;রা গেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃ;ত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।কুয়েত এয়ারপোর্ট থেকে তার ম;রদেহ ফ;রেনসিক বিভাগে নেওয়া হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা যায় যে হা;র্ট অ্যা;টাকের কারণে ঐ প্রবাসী বাংলাদেশি মা;রা গিয়েছিল। তার পরিচয় এখনও জানা যায় নি।

এদিকে কুয়েতের একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার কারণে গত দশ মাসে প্রায় ১৩,০০০ প্রবাসীকে কুয়েত থেকে নির্বাসিত অর্থাৎ ব;হিস্কার করা হয়েছে।

বিস্তারিত কোন বিবরণ দেওয়া হয়নি এমন সূত্রের বরাদ দিয়ে আল-কাবাস সংবাদপত্রটি জানিয়েছে যে, কিছু বহিষ্কৃত যারা একাধিক জাতীয়তার অন্তর্ভুক্ত ছিল, তাদেরকে কুয়েতের জনস্বার্থ রক্ষার নির্দেশিত পদক্ষেপে দেশে পাঠানো হয়েছিল।

তারা বলেছে, ফৌ;জদারি ও অ;পকর্মের মামলায় আ;দালতের রা;য় নিয়ে নব্বই শতাংশকে ব;হিষ্কার করা হয়েছে এবং বাকি দশ শতাংশ প্র;শাসনিক আদেশের জবাবে তাকে নির্বাসন দেওয়া হয়েছে।

সূত্রের খবর অনুসারে আরও ৯০০ বিদেশি পুরুষ ও মহিলা রয়েছেন যারা কুয়েতের কা;রাগারে ব;ন্দী রয়েছেন এবং তাদের নি;র্বাসন সময়ের ব্যাপার মাত্র।