‘স’ন্ত্রা’সের কোনো ধর্ম নেই’- লেবাননের প্রধানমন্ত্রী

‘সন্ত্রা;সে;র কোনো ধর্ম নেই’ বলে মন্তব্য করেছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। ফ্রান্সের নিস শহরে সং;ঘ;টিত নি;র্ম;ম হ;ত্যা;কা;ণ্ডের তী;ব্র সমা;লো;চনা করে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোব) ফ্রান্সের উপকূলীয় নিস শহরের নটরডেম গির্জায় এক তরুণ ছু;রি;কা;;ঘা;তে তিনজনকে হ;ত্যা করে। তিউনিসিয়ান বংশোদ্ভূত ব্রাহিম আউসাউই নামের ২১ বছর বয়সী তরুণ সন্দেহ;ভাজন হা;;ম;লকা;রী হিসেবে শনাক্ত হয় এবং আ;হ;ত অবস্থায় তাকে আ;ট;ক করা হয়।

হা;ম;ল ঘটনার নিন্দা জানিয়ে এক টুইট বার্তায় হারিরি বলেন, ‘এমন ঘৃ;ণ্য কাজের স;;ঙ্গে ইসলামের কোনো সম্পৃক্ততা নেই। মহানবী মুহাম্মাদ (সা.)-এর ভালোবাসা, মানবতা ও মূল্যাবোধে;র সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই।’

এ ঘটনার পর থেকে নি;রাপ;ত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে ফ্রা;ন্সের চা;র্চ;গুলো। শিল্প আর সা;হিত্যের প্যারিস যেন ভয় আর আ;ত;ঙ্কের।