মালয়েশিয়ায় অবস্থানরত শামীম হোসেন (৩০) নামের কলারোয়ার এক যুবক মৃ”ত্যুবরণ করেছেন। সে উপজেলার কেঁড়াগাছি গ্রামের শফিকুল ইসলামের পুত্র।মালয়েশিয়া প্রবাসী শামীম সেখানে শ্রমিকের কাজরত অবস্থায় মৃ”ত্যুবরণ করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সূত্রে জানা গেছে, বছর তিনেক আগে সংসারের ভাগ্যের চাকা ঘোরাতে স্ত্রী, কন্যা সন্তানসহ পরিবারের সদস্যদের রেখে শামীম হোসেন মালয়েশিয়ায় পাড়ি জমান। ভালোই চলছিলো তাদের সংসার। হঠাৎ গত সপ্তাহে মালয়েশিয়া থেকে ফোন আসে শামীম খুবই অসুস্থ, হাসপাতালে ভর্তি রয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে আবারো খবর আসে চিকিৎসাধীন অবস্থায় মালেশিয়ার একটি হাসপাতালে মৃ”ত্যুবরণ করেছেন শামীম।
এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি শামীমের মৃ”ত্যু খবরে পরিবার ও প্রতিবেশীদের মাঝে শো’কের ছা’য়া নেমে এসেছে।— কলারোয়া নিউজ