প্র’তারণা থেকে রেহাই পেলেন না শতবর্ষী বৃদ্ধাও

শতবর্ষী আমিরুন্নেছার চিকিৎসা করানোর কথা বলে তার সরলতার সুযোগে স্বর্ণের চেইন ও নগদ টাকা নিয়ে সট’কে পড়ে অ’জ্ঞাত এক প্রতারক নারী।শুক্রবার মেহেরপুর জে’লার মুজিবনগর উপজে’লার দাইড়পুর এলাকায় এ ঘটনা ঘটে।

আমিরুন্নেছা জানান, প্রতারক ওই মে’য়েটির সঙ্গে দুই বছর ধরে পরিচয়। মাঝে মধ্যে আমা’র বাড়ি আসা-যাওয়া করত। ধীরে ধীরে আমাদের খুবই সুস’ম্পর্ক হয়ে ধ’র্মবোন বানায় সে।

পায়ে বাতের ব্যথার খুব ভালো চিকিৎসা করাবে বলে শুক্রবার মেহেরপুর জে’লার মুজিবনগর উপজে’লার দাইড়পুর ছে’লের বাড়ি থেকে দুজনে রওনা হই।

ঈশ্বরদী এসে মে’য়েটি আমাকে বলে, রাতে চু’রি-ছিনতাই হতে পারে, চিকিৎসার খরচ ৩ হাজার টাকা, গলায় ১ ভরি ওজনের স্বর্ণের চেইনটি আমা’র কাছে রাখি। এভাবে সে ওগুলো নিয়ে চলে যায়।পরে ঈশ্বরদীর রেলওয়ে ওভা’রব্রিজ মোড়ের পশ্চিমটেংরীর রানার চায়ের দোকানে আমিরুন্নেছাকে পাওয়া যায়।

শনিবার ঈশ্বরদী সার্কেলের অ’তিরিক্ত পু’লিশ সুপার শতবর্ষী আমিরুন্নেছাকে ঈশ্বরদী জংশন স্টেশন এলাকা থেকে উ’দ্ধার করে তার বাড়িতে স্বজনের কাছে পৌঁছে দেন।

অ’তিরিক্ত পু’লিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) ফিরোজ কবির জানান, ওই বৃদ্ধাকে ও সংবাদকর্মী টিপু সুলতানকে সঙ্গে নিয়ে সড়কপথে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের খলিশাকুন্ডু বাসস্ট্যান্ডে বিকালে তার ভাসুরের ছে’লে, স্থানীয় চায়ের দোকানি মিনারুলের কাছে পৌঁছে দেয়া হয়। তবে প্রতারক ওই নারীর সঠিক নাম ও পরিচয় জানা যায়নি।

আমিরুন্নেছা কুষ্টিয়ার দৌলতপুর উপজে’লার খলিশাকুন্ডু গ্রামের রিকাত আলী মণ্ডলের স্ত্রী’। তার ৪ ছে’লে ৪ মে’য়েসহ

নাতি-নাতনি রয়েছে। এক ছে’লে ফরিদপুরে থাকেন, এক ছে’লে মালয়েশিয়া ও ২ ছে’লে মেহেরপুরে থাকেন। এছাড়া মে’য়েরা শ্বশুরবাড়িতে রয়েছেন। তাকে ফিরে পেয়ে স্বজনরা খুশি।