নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ৬৬০ লিটার চোরাই ডিজেলসহ শাজাহান নামে এক যুবককে আটক করেছে র্যাব।
রোববার সন্ধ্যায় এ অভিযান চালিয়ে চোরাই কাজে ব্যবহৃত ১টি পিক-আপ ভ্যান, ৩টি ভ্যানগাড়ি ও চোরাই ডিজেল ক্রয় বিক্রয়ের ৫০ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।
রাত ৮টার দিকে র্যাব-১১ এর অ্যাডিশনাল এসপি জসিমউদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, আটক ব্যক্তি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশল অবলম্বন করে অবৈধ উপায়ে তেল সংগ্রহ করে কেনাবেচা করছিলেন। শাজাহান তেল চোরাই চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন। সিদ্ধিরগঞ্জের
গোদনাইলের পদ্মা ও মেঘনা ডিপোতে চোরাই তেলের কয়েকটি সিন্ডিকেট রয়েছে। এ সিন্ডিকেটের কিছু অসাধু লরি
ড্রাইভার ও হেলপার তেল চুরি করে বিক্রি করেন। এমনকি তারা চোরাই তেলের সঙ্গে ভেজাল তেল মিশিয়েও তা সরবরাহ করে। যা ব্যবহার করে ইঞ্জিনচালিত যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে।
শাজাহানের বি;রুদ্ধে মাম;লা দায়ের প্রক্রিয়াধীন আছে বলেও জানিয়েছেন জসিমউদ্দীন চৌধুরী।