পাবনার চাটমোহরে বিয়ের বাস উল্টে শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ওই উপজেলার মথুরাপুর ইউপির বাহাদুরপুরে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, চাটমোহরের দাঁথিয়া কয়রাপাড়া গ্রামের মাদারী মণ্ডলের ছেলে কালাম মণ্ডল একই উপজেলার ফৈলজানা গ্রামে বিয়ে করেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বাসটি বর-কনেসহ বরযাত্রীদের নিয়ে ফিরছিল।
বাহাদুরপুর গ্রামে চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশের পুকুরে উল্টে যায় বাসটি। ওই সময় যাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে বাসের ভেতর থেকে বর-কনেসহ ৩০ জনকে উদ্ধার করে। তাদের মধ্যে শিশুসহ ১৫ জন আ;হত হয়।
চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে চাটমোহর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতরে তল্লাশি চালায়। কিন্তু কারো সন্ধান পাওয়া যায়নি। তবে বাস উল্টে থাকায় নিচে কেউ চাপা পড়ে আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
চাটমোহরের ইউএনও মো. সৈকত ইসলাম জানান, বাসের নিচে কেউ চাপা পড়ে আছে কি না, তা নিশ্চিত হওয়ার জন্য
বাসটি তুলতে হবে। এরইমধ্যে পরিবহন মালিক সমিতির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা লোকবল পাঠিয়ে বাসটি তোলার ব্যবস্থা করবে