পবিত্র কুরআন শরীফ নাজিলের দেশ সৌদি আরবের রাজধানী রিয়াদে বসবাসকারী শিশু কন্যা হুনাইন মুহাম্মাদ হাবিব।
খুব অল্প বয়সেই সম্পূর্ন কুরআন শরীফ মুখস্ত করে ফেলেছেন তিনি।মাত্র ৬ বছর বয়সেই সম্পন্ন করেছেন কুরআনুল কারিমের হেফজ।
তার কুরআন শরীফ মুখস্ত সম্পর্কে তার মা জানিয়েছেন, হুনাইন কুরআনুল কারিম হেফজ সম্পন্ন করবে, এটি ছিল তার একান্ত আশা।সে হিসেবেই ৩ বছর বয়স থেকে হুনাইনকে কুরআন শেখানোর কাজ শুরুকরেন তিনি।
প্রথমে ২ বছর বয়স থেকেই কুরআনুল কারিমের ছোট ছোট সুরা মুখাস্ত করাতে শুরু করি।
যখন হুনাইনের বয়স ৩ বছর হয় তখন থেকে তাকে নিয়মিত কুরআনুল কারিম মুখস্ত করার ক্ষেত্রে বাড়িতেই সময় দেয়া শুরু করেন বলেও জানান হুনাইনের মা।
তিনি আরও জানান, মহামারি কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে স্কুল-কলেজ বন্ধ থাকায় দীর্ঘ প্রায় ৭ মাস বাড়িতে কোয়ারেন্টাইন থাকতে হয়েছে।
এই সময়টি হুনাইনের জন্য পুরো কুরআন শরীফ মুখস্ত করতে সুযোগ তৈরি করে দিয়েছে।আর তাতে মাত্র ৬ বছর বয়সেই পবিত্র কুরআন মুখস্থ করার সৌভাগ্য অর্জন করে।