বয়স্ক ভাতার কার্ড পেয়ে আনন্দে কাঁদলেন ননী গোপাল

অবশেষে বয়স্ক ভাতার কার্ড পেলেন মহম্মদপুর উপজেলার সেই দরিদ্র কৃষক ননী গোপাল মন্ডল।

ননী গোপালের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের নজরে আসলে দ্রুত বয়স্ক ভাতা দেয়ার কার্যক্রম শুরু হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) মহম্মদপুর উপেজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী মো. জয়নূর রহমান তার অফিসে ডেকে নিয়ে ননী গোপাল মন্ডলের হাতে বয়স্ক ভাতার কার্ড তুলে দেন।

ননী গোপাল বয়স্ক ভাতার কার্ড পেয়ে দারুণ খুশী। অবশেষে তিনি আনন্দে কেঁদেই ফেললেন।একটি বয়স্ক ভাতার কার্ড পেয়ে খুব খুশী হয়েছেন মহম্মদপুর উপজেলা সদরের রুইজানি গ্রামের বাসিন্দা মধুমতি নদী ভাঙনে ভূমিহীন কৃষক ননী গোপাল মন্ডল।

বয়স ৮৩ ছাড়িয়েছে, তবু বয়স্ক ভাতা পাননি। সে কারণে আক্ষেপের শেষ ছিল না তার। এই ভাতার টাকা তার অনেক কাজে আসবে বলে জানান তিনি।

ননি গোপাল জানান, তিনি সবজি বিক্রি করেন। ছেলে মধুমতি নদীতে মাছ ধরে। বাপ-বেটার এই সামান্য উপার্জনেই চলে ননি গোপালের সংসার।

মহম্মদপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাজী মো. জয়নূর রহমান বলেন, ননী গোপালের হাতে বয়স্কভাতার কার্ড তুলে দিতে পরে তার নিজেরও অনেক ভালো লাগছে বলে তিনি জানান