শক্তিশালী ব্যাটারি ও কনফিগারেশনে এলো রিয়েলমি সি১১। ভারতে এই ফোন বিক্রি হচ্ছে ৭৪৯৯ রুপিতে। এই ফোনের বিশেষ ফিচার এর ৫০০০ এমএএইচ ব্যাটারি দেয়া হয়েছে।
রিয়েলমি সি১১ ২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজে পাওয় যাচ্ছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।
ফোনটিতে রয়েছে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। মিনি ড্রপ নচ ডিজাইনের সঙ্গে। ডিসপ্লের আসপেক্ট রেশিও ২০:৯ এবং স্ক্রিন টু বডি রেশিও ৮৮.৭ শতাংশ। স্ক্রিনের প্রটেকশনের জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৩।
এই ফোন রয়েছে ২.৩ গিগাহার্টজ অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর। ফোনটিতে অ্যান্ড্রয়েড ১০-এর উপরে চলবে কোম্পানির ইউজার ইন্টারফেস।
ছবির জন্য আছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। এতে রয়েছে এফ/২.২ অ্যাপারচার। সঙ্গে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আর এফ/২.৪ সঙ্গে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা। সেলফির জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনের ক্যামেরার ফিচারের মধ্যে রয়েছে এআই বিউটি, ফিল্টর মোড, এইচডিআর, পোর্ট্রেট মোড আর টাইমল্যাপস।
ফোনটিতে ১০ ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে। কানেকটিভিটির জন্য ফোরজি।