করোনা (কোভিড-১৯) সংক্রামণ পরিস্থিতি বিবেচনায় ৬৪টি জেলার ডিজিটাল কার্যক্রমকে জাতীয় তথ্য বাতায়নের মাধ্যমে নাগরিকদের কাছে উপস্থাপনের লক্ষ্যে অনলাইন প্লাটফর্মে শুরু হয়েছে ‘ডিজিটাল মেলা-২০২০’।
আজ রবিবার থেকে শুরু হওয়া এ মেলায় থাকছে সাতটি অনলাইন প্যাভিলিয়ন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও এটুআইয়ের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়েছে।
মেলার দ্বিতীয় দিন আগামীকাল দুপুর ২ টার দিকে আয়োজিত হবে একটি অনলাইন সেমিনার। সেমিনারের বিষয়বস্তু হচ্ছে “আগামীর বাংলাদেশ প্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ”।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান। অনুষ্ঠানের মূল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোহম্মদ লুৎফুর রহমান।
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারের নেওয়া পদক্ষেপ ও কার্যক্রম সম্পর্কে জানতে চোখ রাখুন মেলা সম্পর্কিত ফেসবুক পেইজে।
প্যাভিলিয়নসমূহে উপস্থাপন করা হবে সরকারের নানা দপ্তরের বিভিন্ন রকমের ই-সেবা, অন্তর্ভূক্তিমূলক ব্যাংকিং কার্যক্রমের জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগ ও স্থানীয় পর্যায়ের নানা ইনোভেশন। কোভিড-১৯ মোকাবেলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং শিক্ষা কার্যক্রমে ডিজিটাল মাধ্যমের ব্যবহার সম্বলিত তথ্য ও গৃহীত বিভিন্ন ব্যবস্থাও মেলায় প্রদর্শন করা হবে।
মেলার বিশেষ প্যাভিলিয়ন হিসেবে থাকছে মুজিব শতবর্ষ প্যাভিলিয়ন ও জেলা ব্র্যান্ডিং প্যাভিলিয়ন। মুজিব শতবর্ষ প্যাভিলিয়নে মুজিব শতবর্ষ উদযাপনে গৃহীত বিভিন্ন কার্যক্রম এবং জেলা ব্র্যান্ডিং প্যাভিলিয়নে ঢাকা জেলার ব্র্যান্ডিং বিষয়ক বিভিন্ন তথ্যাবলি অনলাইন প্লাটফর্মে নাগরিকদের সম্মুখে উপস্থাপন করা হবে।