আমরা নিহত সেনার সংখ্যা বললে ভারতীয়দের মনোবল ভেঙে যাবে: চীন

গালোয়ানে ভারতীয় ও চীনা সেনার মধ্যে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার পাশাপাশি চীনের বেশ কিছু সেনাও প্রাণ হারিয়েছেন, সোমবার এই কথা কার্যত স্বীকার করে নিলো চীনের সরকারি সংবাদমাধ্যম। যদিও সঠিক কত জন সেনা মারা গিয়েছেন, তা জানানো হয়নি।

সোমবার একাধিক ট্যুইটে গ্লোবাল টাইমসের পক্ষ থেকে জানানো হয়, চীনা সরকার যদি গালোয়ানে নিহত সেনার সংখ্যা প্রকাশ করে তাহলে ভারত সরকার চাপে পড়ে যাবে। ভারতীয় জনগণকে শান্ত রাখার জন্য সেদেশের সরকার ইচ্ছে করে বেশি চীনা সেনা নিহত হয়েছে বলে প্রচার করছে। ‘ভারতীয়দের মধ্যে জাতীয়তবাদ বজায় রাখতে ইচ্ছা করে ভারত সরকার নিহত চীনা সেনার সংখ্যা বেশি বলছে’, দাবি গ্লোবাল টাইমসের।

‘চীনা সরকার এখন পরিস্থিতি আরও উত্তপ্ত হোক, এটা চায় না। সেই কারণেই তারা গালোয়ান সংঘর্ষে নিহত চীনা সৈনিকদের সংখ্যা প্রকাশ করছে না। চীন যদি সেই সংখ্যা প্রকাশ করে, আর তা নিহত ২০ জন ভারতীয় সেনার থেকে কম হয়, তাহলে ভারত সরকার ফের চাপে পড়ে যাবে’, ট্যুইট করে গ্লোবাল টাইমস।

প্রসঙ্গত, লাদাখের গালোয়ান ভ্যালিতে গত সপ্তাহের সোমবার রাতে হঠাৎ করেই রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পরে দুই দেশের সেনা। প্রাথমিক ভাবে জানা যায় ঘটনায় প্রাণ হারিয়েছেন ভারতের এক সেনা অফিসার ও দুই জওয়ান।

কিন্তু মঙ্গলবার রাতের বেলা জানা যায়, শুধু দুই জওয়ান ও এক কর্নেল নন, চীন ও ভারতীয় সেনাবাহিনীর সংঘর্ষে ভারতীয় সেনার কমপক্ষে ২০ জন সেনা নিহত হয়েছেন। কেন্দ্রীয় সরকারের তরফে এই খবরের স্বীকার করে নেওয়া হয়।

শুধু তাই নয়, এই সংঘর্ষে চীনের ৪৩ জন সেনা মারা গিয়েছে বলেও জানা যায় সূত্র মারফত।