ঢামেক করোনা ইউনিটে ৩৮৩ জনের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ২২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা ভাইরাস পজিটিভ ছিল চারজনে। বাকীরা উপসর্গ নিয়ে মারা গেছেন। সবমিলিয়ে প্রতিষ্ঠার পর থেকে এই ইউনিটে মারা গেছেন ৩৮৩ জন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ওয়ার্ড মাস্টার রিয়াজউদ্দিন।

তিনি জানান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ২২ জন মারা গেছেন। তাদের মধ্যে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে তিনজন পুরুষ ও এক নারীসহ চারজনে। আর অন্যরা করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।

ঢামেক হাসপাতালে গত ২ মে থেকে শুরু করা করোনা ইউনিটে রবিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত হাসপাতালে নারী ও পুরুষ মিলে ৩৮৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮৫ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

তিনি আরও বলেন, আমাদের এই হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য শিশু করোনা ইউনিটসহ তিনটি ইউনিট চালু করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল করোনা রোগীদের চিকিৎসা দেয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রোগীদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর শুরু হয়। সব রোগী স্থানান্তরের পর ২ মে থেকে করোনা ইউনিটটি চালু করা হয়েছে।