শর্ত দিয়ে ব্যবসা-প্রতিষ্ঠান খোলার অনুমতি দিল সরকার। অর্থনীতির চাকা গতিশীল বং ঈদের আগে কেনাকাটা করার ব্যবস্থা করতে সীমিত পরিসরে ব্যবসা-বাণিজ্য চালু রাখার স্বার্থে দোকান-পাট খোলা রাখা যাবে। সোমবার (৪ মে) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের পৃথক আদেশ জারি করে এ নির্দেশনা দিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কেনাবেচার সময় পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্য স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে। বড় বড় শপিংমলের প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে। তবে বন্ধ করতে হবে বিকাল ৫টার মধ্যে।
এর আগে প্রধানমন্ত্রীও শর্ত দিয়ে ব্যবসা-প্রতিষ্ঠান খোলার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, রোজার মাস উপলক্ষে বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। ধীরে ধীরে কিছু জিনিস উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। কিন্তু সেখানে সবাইকে নিজেকে ও অপরকে সুরক্ষিত রাখতে হবে।
তিনি আরও বলেন, ‘সামনে ঈদ, তার আগে কেনাকাটা বা যা যা দরকার সেগুলোও যেন মানুষ করতে পারে। রোজার মাসে যাতে কেনাবেচা চলতে পারে, সেজন্য দোকানপাট খোলা, বাজার–হাট চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি জেলায় জেলাভিত্তিক ক্ষুদ্র শিল্প চালানো যাবে।’