কাতারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা আতঙ্কে প্রবাসীরা

বিশ্বজোড়ে ছড়িয়ে পড়া মহামারী করোনা সংক্রমণ ঠেকাতে নাগরিকদের নিরাপত্তার জন্য সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে কাতার সরকার। তারপরও ঠেকানো যাচ্ছে না আক্রান্তের সংখ্যা।আজ শুক্রবার ২৭ ই মার্চ নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৩ জন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছে কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৬২ জনে দাঁড়িয়েছে।কাতার জোরে করোনা বিস্তার ঠেকাতে এরই মধ্যে বন্ধ করা হয়েছে মসজিদ, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়, দোকানপাট, শপিংমল ও সিনেমাহল। বন্ধ আছে গণপরিবহন ও বিমান চলাচল। লকডাউন করে দেয়া হয়েছে শিল্পাঞ্চল সানাইয়া।

বিধিনিষেধ আরোপ করা হয়েছে চলাচলে, আইন না মানলে করা হচ্ছে গ্রেফতার। এ অবস্থায় চিন্তিত হয়ে পড়েছেন কর্মহীন প্রবাসীরা। প্রয়োজন ছাড়া ঘোরাঘুরি না করার পরামর্শ প্রবাসীদের।কাতারে এ পর্যন্ত ১৪ হাজারের মতো মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে।

করোনায় আক্রান্তদের অন্তত ৪৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন পর্যন্ত কোন বাংলাদেশী প্রবাসীর আক্রান্তের খবর পাওয়া যায়নি।কোনো বাংলাদেশি আক্রান্ত না হলেও আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশীরা।

করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে কোভিড-১৯ বিস্তাররোধে আজ থেকে কাতারের সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রণালয় বাংলাদেশের জাতীয় ভাষা বাংলায় একটি রেডিও চ্যানেল চালু করেছে।কাতারের সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রণালয় টুইট বার্তা ও কাতারের সংবাদমাধ্যম দ্য পেনিনসুলা কাতারের এক প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে।এতে বলা হয়েছে, জনগণের স্বার্থে এবং সমাজের সকল বিভাগে সচেতনতা বাড়াতে সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রণালয় ৯৫.৩০ এর ফ্রিকোয়েন্সি অনুসারে বাংলা ভাষায়, কিউএফএম-এ একটি রেডিও চ্যানেল চালু করেছে।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকেই বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ে।এখন পর্যন্ত করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা মার্কিন যুক্তরাষ্ট্র ৯৪,৪২৫ এবং বেশী মৃত্যু হয়েছে ইতালিতে ৯,১৩৪ জন।এখন পর্যন্ত বিশ্বজোরে আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৭৭ হাজার ৬৬০ জন। মারা গেছে ২৬ হাজার ৪৪৮ জন।সুস্থ হেয়েছে ১ লক্ষ ৩০ হাজার ৬৭০ জন।