প্রতিদিনই নতুন রেকর্ড। সেই রেকর্ড ছাপিয়ে যাচ্ছে আগের দিনের রেকর্ডকে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। সারা বিশ্ব হাহাকার- কবে মুক্তি মিলবে এই প্রাণঘাতী ভাইরাস থেকে? এরই মধ্যে বিশ্বের ১৯৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
ওয়ার্ল্ডোমিটারর্স ডটনেট জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত নভেল করোনা ভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২১ হাজার ২৯১ জন। এতে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৭১ হাজারেরও বেশি। যাদের মধ্যে ১ লাখ ১৪ হাজার ২১৮ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইতালিতে। দেশটিতে করোনা ভাইরাসে মারা গেছে অন্তত ৬৮৩ জন, নতুন শনাক্ত হয়েছে ৫ হাজার ২১০ জন। এ নিয়ে সেদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৩৮৬ জন। আর মারা গেছেন ৭ হাজার ৫০৩ জন।
মৃত্যুপুরী হয়ে উঠেছে ইউরোপের আরেক দেশ স্পেনও। গত ২৪ ঘণ্টায় দেশটিতে অন্তত ৬৫৬ জন মারা গেছে, আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে সাত হাজার মানুষ। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৫১৫ জন। মৃত্যু ৩ হাজার ৬৪৭ জনের।
করোনার সংক্রমণ দ্রুত বাড়ছে যুক্তরাষ্ট্রেও। এদিন দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১০ হাজার ৪৮৬ জন, মারা গেছেন ১৪২ জন। সেখানে এখন মোট আক্রান্তের সংখ্যা ৬৫ হাজার ৩৪২। মৃত্যু হয়েছে ৯২২ জনের।
এছাড়া, ইরানে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৪৩ জন, নতুন রোগী ২ হাজার ২০৬ জন। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১৭ জন, মৃত্যু ২ হাজার ৭৭ জনের।
ভয়াবহ পরিস্থিতি ফ্রান্সেও। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ২৩১ জন, আক্রান্ত ২ হাজার ৯২৯ জন। অর্থাৎ দেশটিতে মোট মৃত্যুর ঘটনা ১ হাজার ৩৩১টি, আক্রান্ত ২৫ হাজার ২৩৩ জন।