বাংলাদেশে নতুন করে আরও ৩ জন আক্রান্ত, সর্বমোট ২০

বৈশ্বিক মহামারী করোনায় বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিনজন আক্রান্ত হয়েছেন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে এখন সর্বমোট ২০ জন।

শুক্রবার রাজধানীর মহাখালীতে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে কথা বলেন সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন: নতুন করে আক্রান্ত তিনজনের মধ্যে দু’জন নারী ও একজন পুরুষ। এরমধ্যে দু’জনের বয়স ৩০-এর বেশি এবং আরেকজন পুরুষের বয়স ৭০ বছর।

ডা. নাসিমা সুলতানা বলেন: আক্রান্ত সত্তরোর্ধ ব্যক্তির অবস্থা শংকটাপন্ন। তাকে আইসিইউতে রাখা হয়েছে। তার নানাবিধ রোগ রয়েছে। এছাড়া আক্রান্ত নারী ইটালি থেকে আসা আত্মীয়ের মাধ্যম সংক্রামিত হয়েছেন। অন্য দু’জনও বিদেশ ফেরত আত্মীয়ের সংস্পর্শে আক্রান্ত।

তিনি আরও বলেন: এখন পর্যন্ত আইসোলেশনে রয়েছেন ৩০ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৪ জন।

এক প্রশ্নের উত্তরে আইইসিডিআরের অতিরিক্ত মহাপরিচালক বলেন: ঢাকা ১০ আসন ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোট হলে করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে।