পৃথিবীর ইতিহাসের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তির জগতেও ঘটেছে অনেক ঘটনা। বিভিন্ন ঘটন-অঘটনের মধ্য দিয়ে পার হয়েছে চলতি বছরের তথ্যপ্রযুক্তি খাত। ২০১৯ সাল ছিল তথ্যপ্রযুক্তির উত্থানের বছর। চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় নানা প্রযুক্তি পণ্য উদ্ভাবন হয়েছে। সব মিলিয়ে বলা যায় গেল বছরটি ছিল তথ্যপ্রযুক্তিতে এগিয়ে যাওয়ার বছর।
রাষ্ট্রপতিকে টেলিনরের উকিল নোটিশ
নিরীক্ষা আপত্তির সাড়ে ১২ হাজার কোটি টাকার বিষয়ে ‘সালিশে’ (আর্বিট্রেশন) যাওয়ার জন্য রাষ্ট্রপতিকে উকিল নোটিশ পাঠিয়েছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের মালিকানাধীন প্রতিষ্ঠান টেলিনর। এই ঘটনা ছিল বছরের আলোচিত একটি খবর।
টেলিনরের নোটিশে বলা হয়েছে, যদি এর পরও বিষয়টির সমাধান না হয় তাহলে তারা আন্তর্জাতিক আদালতে মামলা করবে।
টেলিনরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এটা একান্তই তাদের পদক্ষেপ, গ্রামীণফোনের সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই। টেলিনর গ্রুপের এশিয়া কমিউনিকেশন বিভাগের পরিচালক ক্যাথরিন স্ট্যাং লান্ড এক বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশে টেলিনর গ্রুপের সম্পদের সুরক্ষা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বিরোধ মীমাংসার জন্যই টেলিনর একটি নোটিশ পাঠিয়েছে এবং সেখানে বাংলাদেশ সরকারকে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে একটি গঠনমূলক সমাধানে পৌঁছানো সম্ভব হয়।’
নিরীক্ষা প্রতিবেদনের ভিত্তিতে গ্রামীণফোনের কাছে ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা পাওনা চেয়ে গত এপ্রিল মাসে চিঠি দিয়েছিল টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
৯ রাইড শেয়ারিং প্রতিষ্ঠানকে চূড়ান্ত অনুমোদন
গেল বছরের শেষের দিকে দেশে রাইড শেয়ারিং সেবাদাতা ৯টি প্রতিষ্ঠানকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
যেসব প্রতিষ্ঠান অনুমোদন পেয়েছে সেগুলো হচ্ছে- পিকমি, কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম, ওভাই সলিউশনস, চালডাল, পাঠাও, আকাশ টেকনোলজি, সেজেস্টো, সহজ ও উবার।
২০১৯ সালের ১৯ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলোক পরবর্তী এক মাসের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছ থেকে এনলিস্টমেন্ট সার্টিফিকেট নিতে বলা হয়েছিল।
যুক্তরাষ্ট্রে সেরা বিজ্ঞানী বাংলাদেশের অচিন ভৌমিক
২০১৯ সালে যুক্তরাষ্ট্রের অ্যাক্সেসিবিলিটি বিভাগের ‘একটি টকিং হিয়ারিং এইড’-এর অধীনে ‘সেরা উদ্ভাবন ২০১৯’ হিসাবে প্রথম স্থান অধিকার করলেন বাংলাদেশি বিজ্ঞানী ড. অচিন ভৌমিক। পৃথিবীর সব বড় বড় কোম্পানির সেরা ডিজাইনগুলোকে হারিয়ে প্রথম হয় তার উদ্ভাবন।
অচিন ভৌমিক ১৯৯০ সালে রাজশাহী কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন এবং রাজশাহী বোর্ডে ‘৬ষ্ঠ স্থান’ অর্জন করেন। এরপর ভারতের কানপুরে ‘আইআইটি’ থেকে শতভাগ বৃত্তিতে টেকনোলজিতে স্নাতক করেন তিনি। পরে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যের অবার্ন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন তিনি।
আয়ে শীর্ষ ১০ ইউটিউবার
১. রায়ান কাজি: ২ কোটি ৬০ লাখ ডলার
২. ডিউড পারফেক্ট: ২ কোটি ডলার
৩. নাসতিয়া: ১ কোটি ৮০ লাখ ডলার
৪. রেট অ্যান্ড লিংক: ১ কোটি ৭৫ লাখ ডলার
৫. জেফরি স্টার: ১ কোটি ৭০ লাখ ডলার
৬. প্রিস্টন আর্সমেন্ট: ১ কোটি ৪০ লাখ ডলার
৭. পিউডিপাই: ১ কোটি ৩০ লাখ ডলার
৮. মারকিপ্লায়ার: ১ কোটি ৩০ লাখ ডলার
৯. ডেনিয়েল মিডলটন: ১ কোটি ২০ লাখ ডলার
১০. ইভান ফং: ১ কোটি ১৫ লাখ ডলার
হুয়াওয়ের সঙ্গে গুগলের দ্বন্দ্ব
হুয়াওয়ের জন্য যুক্তরাষ্ট্রের বাজার উন্মুক্ত হওয়ার পরই চীনের স্মার্ট ডিভাইস উৎপাদক প্রতিষ্ঠানটির সঙ্গে ব্যবসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল গেল বছর। ফলে হুয়াওয়ে গুগলের অপারেটিং সিস্টেম ব্যবহার অনিশ্চিত হয়ে পড়ে। এর কিছুদিন পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল।
এতে করে হুয়াওয়ের স্মার্ট ডিভাইসে গুগলের প্লে স্টোর, জিমেইল, ম্যাপসহ অন্যান্য অ্যাপ ব্যবহার নিষেধাজ্ঞা আর কার্যকর হচ্ছে না। গুগল জানায়, অ্যানড্রয়েডের উন্নয়নে হুয়াওয়ের সঙ্গে কাজ অব্যাহত থাকবে। একই সাথে হুয়াওয়ের স্মার্ট ডিভাইসের নিরাপত্তাও দেবে গুগল।
আলোচিত গেম পাবজি
গুগল সার্চের হিসাব বলছে ২০১৯ সালে আলোচিত গেম পাবজি। কম্পিউটারে এবং স্মার্টফোনে লাখ লাখ মানুষ গেমটি খেলে সময় কাটিয়েছে। শুরুতে এই খেলার পদ্ধতি সম্পর্কে গেমাররা অবগত ছিল না। ফলে গুগলে এই খেলার নিয়ম-কানুন সম্পর্কে জানতে অসংখ্য সার্চ দেওয়া হয়েছে।
২০১৯ সালের সেরা অ্যাপস
২০১৯ সালের সেরা অ্যাপের তালিকা প্রকাশ করে গুগল। সেরা গেমের শিরোপা জিতেছে কল অব ডিউটি। এছাড়াও আছে অ্যাবলো, পাবজি।