শীতের কারণে সংক্ষিপ্ত হচ্ছে আ.লীগের কাউন্সিল অধিবেশন

প্রচণ্ড শীত জেঁকে বসেছে রাজধানী ঢাকায়। এতে জনজীবন অনেকটা বিপর্যস্ত। এর মধ্যেই ক্ষমতাসীন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন চলছে। সম্মেলনের দ্বিতীয় দিনে শনিবার সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শুরু হয়েছে কাউন্সিল অধিবেশন। সেখানে দেয়া সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী অধিবেশন সংক্ষিপ্ত করার তাগিদ দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, সকালে তাপমাত্রা ১২ ডিগ্রিতে নেমে যায়। এজন্য আমি চাচ্ছি অধিবেশনটা আগে আগে শেষ করতে। কর্মসূচি কিছুটা সংক্ষিপ্ত করতে হবে।

এ সময় তিনি কয়েকটি রিপোর্ট সংক্ষিপ্ত করে দ্রুত সময়ে অধিবেশন সম্পন্ন করার নির্দেশনা দেন।

শনিবার সকাল সাড়ে ১০টায় কাউন্সিল অধিবেশন শুরু হয়েছে। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঞ্চে রয়েছেন।

সারাদেশ থেকে আসা দলের সাত হাজার ৭৩৭ কাউন্সিলর এই অধিবেশনে উপস্থিত হয়েছেন। নির্বাচন পরিচালনার জন্য ইতিমধ্যে তিন সদস্যের কমিশন গঠন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে আছেন দলের উপদেষ্টা কমিটির সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। অপর দুই সদস্য হলেন- উপদেষ্টা ড. সাইদুর রহমান ও ড. মসিউর রহমান।

এই অধিবেশনে ৭৮টি সাংগঠনিক জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের সাংগঠনিক প্রতিবেদন পেশ করার কথা থাকলেও সংক্ষেপের কারণে হয়ত তা সম্ভব হবে না। তবে সংশোধিত ঘোষণাপত্র ও গঠনতন্ত্র অনুমোদন করার কথা রয়েছে।

এসব কার্যক্রম শেষে বর্তমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে দেয়া হবে। এরপর শুরু হবে নতুন নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া।

দলের জ্যেষ্ঠ নেতারা সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব ও সমর্থন করবেন। পরে কাউন্সিলরদের কণ্ঠভোটে তা পাস হলে আগামী তিন বছরের জন্য নতুন নেতৃত্ব পাবে আওয়ামী লীগ।

এরপর রীতি অনুযায়ী কাউন্সিল অধিবেশনেই প্রেসিডিয়াম সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পদে নির্বাচিত নেতাদের নাম ঘোষণা করবেন নবনির্বাচিত সভাপতি। আজই কেন্দ্রীয় কমিটির অধিকাংশ পদে নির্বাচিত নেতাদের নাম ঘোষণা করার সম্ভাবনা রয়েছে।

গতকাল শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন শেখ হাসিনা। এবারের জাতীয় সম্মেলনে আওয়ামী লীগের স্লোগান হচ্ছে, ‘শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে গড়তে সোনার দেশ, এগিয়ে চলেছি দুর্বার, আমরাই তো বাংলাদেশ’।