হোয়াটসঅ্যাপ ডার্কমোডসহ নতুন ফিচার

ডার্কমোডসহ একগুচ্ছ নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ। অনেক দিন ধরেই হোয়াটসঅ্যাপে ডার্ক মোড যোগ হওয়ার কথা চলছে। প্রায় বছর খানেক আগে বেট ভার্সনে এই ফিচার যোগ হলেও এখনও এখনও স্টেবল ভার্সনে ডার্ক মোড আসেনি। তবে নিয়মিত বেটা ভার্সনে হোয়াটসঅ্যাপ ডার্ক মোডে নতুন ফিচার যোগ হচ্ছে। ডার্ক মোড ছাড়াও সম্প্রতি এই জনপ্রিয় অ্যাপে যোগ হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ফিচার।

ডার্ক থিম

নিয়মিত হোয়াটসঅ্যাপ ডার্ক থিমে নতুন ফিচার যোগ হচ্ছে। সম্প্রতি ডার্ক মোডে কল স্ক্রিনে নতুন থিম যোগ করেছে হোয়াটসঅ্যাপ। এছাড়াও অবতাই আইকনে পরিবর্তন এসেছে। ইতিমধ্যেই বেটা ভার্সনে ডার্ক মোড যোগ হলেও কমে স্টেবল ভার্সনে ডার্ক মোড যোগ হবে জানা যায়নি।

নতুন ইমোজি

সম্প্রতি হোয়াটসঅ্যাপে ছয়টি নতুন ইমোজি যুক্ত হয়েছে। হুইলচেয়ারে ও লাঠি হাতে হাঁটার ছয়টি নতুন ইমোজি যোগ করেছে জনপ্রিয় মার্কিন মেসেজিং কোম্পানিটি।

ওয়ালপেপার

লেটেস্ট আপডেটে চ্যাট সেটিংসের মধ্যে নতুন ওয়ালপেপার অপশন যোগ করেছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি ‘ডিসপ্লে’ সেটিংসের মধ্যে পৌঁছেছে ওয়ালপেপার সেটিংস।

হোয়াটসঅ্যাপ বেটা আপডেট ডাউনলোড করবেন কীভাবে?

প্লে স্টোরে হোয়াটসঅ্যাপ বেটা প্রোগ্রামে যোগ দিয়ে হোয়াটসঅ্যাপ বেটা ভার্সন ইনস্টল করা যাবে। অথবা এপিকেমিররের মতো থার্ড পার্টি স্টোর থেকে এপিকে ফাইল ডাউনলোড করে অ্যানড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ বেটা ভার্সন ব্যবহার করা যাবে।

নতুন এই ফিচারগুলো ছাড়াও সম্প্রতি ডিলিট মেসেজের ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। নতুন ফিচারে কোন মেসেজ পোস্ট করার নির্দিষ্ট সময় পরে সেই মেসেজ ডিলিট হয়ে যাবে।

চলতি মাসেই অ্যানড্রয়েড গ্রাহকদের জন্য কল ওয়েটিং ফিচার নিয়ে এসেছে। এর ফলে অ্যানড্রয়েড গ্রাহকরা একটি হোয়াটসঅ্যাপ কলে থাকার সময় অন্য কেউ কল করলে কল ওয়েটিং হয়ে যাবে। তবে প্রথম কল রেখে তবেই দ্বিতীয় কল রিসিভ করা যাবে। কল হোল্ড অথবা কল মার্জের মতো ফিচারগুলো এখনও হোয়াটসঅ্যাপে আসেনি।