এরশাদের সম্পত্তি কত?

জার্নাল ডেস্ক
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন হুসেইন মুহাম্মদ এরশাদ। বেশ কিছুদিন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই সাবেক সেনাপ্রধান এবং রাষ্ট্রপতির জীবন ছিল বর্ণাঢ্য। তাকে নিয়ে আমাদের রাজনীতিতে যেমন আলোচনা ছিলো তেমনি সমালোচনারও কোনো শেষ ছিল না। তাকে নিয়ে অনেক প্রশ্ন আর সমালোচনার মধ্যে অন্যতম ছিল তার সম্পত্তির বিষয়টি।


হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর আলোচনায় এসেছে তার সম্পত্তি কত? দুর্নীতির দায়ে একাধিক মামলায় দণ্ডিত হুসেইন মোহাম্মদ এরশাদের অঢেল সম্পত্তি ছিল। কিন্তু কত সম্পত্তি ছিল কেউ হলফ করে বলতে পারে না। এমনকি তার বর্তমান ও সাবেক স্ত্রী, নিকটাত্মীয়, ভাই-বোনরাও সঠিক খবর জানেন না।

একাধিক সূত্র বলছে, এরশাদের দুবাই, সৌদি আরবে প্রচুর সম্পত্তি রয়েছে। এছাড়া ঢাকা শহরে তার একাধিক ফ্ল্যাট, জমি এবং রংপুরে তার একাধিক স্থাবর-অস্থাবর সম্পত্তি রয়েছে। তার ব্যাংকে কত টাকা আছে সে ব্যাপারেও কোন সঠিক তথ্য নেই।

তবে এরশাদ যে অঢেল সম্পত্তির মালিক, এ ব্যাপারে কারো কোন সন্দেহ নেই। শেষদিকে তার সমস্ত সম্পত্তি ট্রাস্ট করে দিতে চেয়েছিলেন। কিন্তু নানা কারণে সেটাও তিনি করতে পারেননি। এরশাদের মৃত্যুর পর এই বিপুল সম্পত্তির মালিক কে হবে তা নিয়ে এখন জটিলতা দেখা দিতেই পারে।