তুরস্কের মসজিদে মসজিদে মুরসির গায়েবানা জানাজা

তুরস্কের বিভিন্ন মসজিদে মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এর আগে তুরস্কের ধর্মীয় বিষয়ক পরিচালক জানিয়েছিলেন, মিসরের সাবেক প্রেসিডেন্ট মুরসির গায়েবানা জানাজা মঙ্গলবার দেশজুড়ে অনুষ্ঠিত হবে।

তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি জানায়, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানও মুরসির গায়েবানা জানাজায় অংশ গ্রহণ করবেন।সোমবার মুরসি আদালতে পড়ে যান এবং সেখানেই মৃত্যুবরণ করেন। এর একদিন পর মঙ্গলবার তাকে দাফন করা হয়।

২০১২ সালে মিসরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হন মোহাম্মদ মুরসি।ক্ষমতায় আসার এক বছর পরই ২০১৩ সালে মুরসির বিরুদ্ধে গণবিক্ষোভ শুরু হয় এবং সেনাবাহিনী মুরসিকে ক্ষমতা থেকে উৎখাত করে।

তখন থেকেই মুরসি কারাগারে বন্দী ছিলেন। মুরসি ক্ষমতাচ্যুত হবার পর মিসরের কর্তৃপক্ষ তার সমর্থক এবং মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় শুরু করে।

২০১৪ সালে তার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ নথি পাচারের অভিযোগ আনা হয়েছিল। এরপর ২০১৬ সালের জুন মাসে তথ্য পাচারের এ মামলায় তাকে দোষী সাব্যস্ত করেন নিম্ন আদালত। আদালত মুরসিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।