যুক্তরাষ্ট্র পণ্য কিনতে চাইলেও বেচবো না : হুয়াওয়ে সিইও

যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস করতে আমরা কোনো আলোচনায় যাবো না। যুক্তারাষ্ট্র কখনও আমাদের পণ্য কেনেনি। যদি ভবিষ্যতে তারা পণ্য কিনতেও চায় আমি হয়তো তাদের কাছে আর বেচবো না। তাই আলোচনার কোনো প্রশ্নই আসে না।

কথাগুলো বলছিলেন হুয়াওয়ের প্রতিষ্ঠাতা ও সিইও রেন ঝেংফেই।

তিনি বলেন, চীনের বাজারে অ্যাপল ক্ষতির মুখে পড়ুক তা চাই না । মোট কথা আইফোন ত্যাগ করে প্রতিশোধ নেওয়ার বিপক্ষে আমি।

হুয়াওয়ের উপর ট্রাম্প নিষেধাজ্ঞা জারির পর চীনের অনেক নাগরিকই আইফোন বর্জনের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি এ বিষয়ে রেনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হলে আমি অবশ্যই এর বিরোধিতা করবো।

তিনি বলেন, অ্যাপল আমার শিক্ষক স্বরূপ। আমাদের সামনেই অ্যাপল উন্নত থেকে উন্নততর হচ্ছে। শিক্ষার্থী হিসেবে কেনো আমি শিক্ষকের বিপক্ষে দাঁড়াবো? হুয়াওয়ে নিজস্ব চিপ ব্যবহার করে এবং বিকল্প পথ খুঁজে ঠিকই ঘুরে দাঁড়াবে।