মালয়েশিয়া প্রবাসীদের জন্য দারুন সুখবর, এক লাফে বেড়ে গেল রিংগিত রেট

আজ ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ইং, প্রবাসী ভাইরা দেখে নিন আজকের মালয়েশিয়ান রিংগিত বিনিময় মূল্য। মনে রাখবেন, যেকোন সময় মুদ্রার বিনিময় মূল্য উঠা-নামা করতে পারে।

আজ MYR (মালয়েশিয়ান রিংগিত) ১ = ২০.৬২৭৪৳ (তথ্যটি ইনটারনেট থেকে নেওয়া হয়েছে)
গতকাল MYR (মালয়েশিয়ান রিংগিত ছিল) ১ = ২০.৫১০১৳

উল্লেখ্য, হুন্ডি কিংবা অবৈধভাবে টাকা পাঠাবেন না। ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠালে কখনই প্রতারিত হবে না। বাংলাদেশের রেমিট্যান্স বাড়বে দেশের উপকার হবে। যেকোনো সময় মুদ্রার বিনিময় মূল্য ওঠানামা করতে পারে।