বাংলাদেশে ২৪৪টি পর্নগ্রাফিবিষয়ক ওয়েবসাইটের লিঙ্ক বন্ধ করেছে সরকার। ৬ ফেব্রুয়ারি, বুধবার এসব ওয়েবসাইটের লিঙ্ক বন্ধ করে দেওয়া হয়।
সরকার সংশ্লিষ্টরা জানিয়েছেন, অশ্লীল কনন্টেন থাকা এসব ওয়েবসাইট বন্ধ করতে সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এ পদক্ষেপ চলমান থাকবে। এ ছাড়া ওয়েবসাইট বন্ধের পাশাপাশি আরও কঠোর অবস্থানে যাবে সরকার।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে ২৪৪টি পর্ন সাইট বন্ধের বিষয়টি জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। মন্ত্রী স্ট্যাটাসে লিখেছেন, ‘২৪৪টি পর্ন সাইট বন্ধ করেছি। অভিযান চলছে। চলবে।’
এ বিষয়ে প্রিয়.কমকে মন্ত্রী জানান, পর্ন সাইট বন্ধে তার মন্ত্রণালয় কঠোর অবস্থানে যাচ্ছে।
তিনি বলেন, ‘পর্ন সাইট যা আছে আমরা তা খুঁজে পাচ্ছি। নতুন নতুন করে যখন এসব সাইট চালু হতে থাকবে, নতুন নতুন করে আমরা এসব সাইট বন্ধ করতে থাকবো। এটি একদিনের কাজ নয়, আমাদের প্রতিদিনের কাজ।’
‘আমাদের কাছে এতোদিন টেকনোলজির ঘাটতি ছিল, তাই আমরা পদক্ষেপ নিতে পারছিলাম না। তবে এখন সম্পূর্ণভাবে প্রস্তুত আমরা। এর থেকে আরও কঠোরতম জায়গায় আমরা যাবো। পর্নযুক্ত কোনো কিছু যাতে বাংলাদেশে দেখা না যায়, সেজন্য যত প্রকার চেষ্টা করা দরকার আমরা করে যাবো।’
মোস্তাফা জব্বার আরও বলেন, ‘আমরা শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকের জন্য ইন্টারনেটকে নিরাপদ করতে চাই। এর মধ্যে কতটুকু পারবো এই মুহূর্তে বলতে পারছি না।
প্রতিদিন আমাদের সক্ষমতা অর্জনের লড়াই চলতে থাকবে। আমি গত ১০ বছর ধরে এই চেষ্টাটি করে আসছি। প্রথম একটি বড় পদক্ষেপ আমি নিতে পেরেছি এবং এটি আমি কনটিনিউ করবো।’