বোয়ালখালীর চট্টগ্রাম দরবার শরীফে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর পবিত্র দাড়ি মোবারক প্রদর্শন করা হয়েছে। এ সময় মহানবী (সা.) এর দাড়ি মোবারক দেখতে শত শত নারী-পুরুষ ভিড় জমান। এসময় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
গতকাল সোমবার (২৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে এ প্রদর্শনী শুরু হয়। প্রদর্শনীতে পবিত্র কা’বা শরীফের গিলাফ ও হযরত মুসা (আ.) এর গিলাফের অংশ বিশেষ স্থান পায়।
চট্টগ্রাম দরবার শরীফের উদ্যোগে ও রাহে ভাণ্ডার আশেকান পরিষদ, ওলামা পরিষদ ও তরুণ আশেকান পরিষদের ব্যবস্থাপনায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
জানা যায়, দি ইউরোপিয়ান সেন্টার ফর ছুফিজম লেক কনস্ট্যান্স, জার্মানি থেকে আগত নক্সাবন্দিয়া সিলসিলার পীর হযরত শাহ ছুফি শায়খ ইশরাত ইফেন্দি (মা.) এবং তার সফর সঙ্গীরা তুরস্কের ইস্তাম্বুলের তোপকাপি মিউজিয়াম থেকে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের সামনে প্রদর্শনের জন্য এই পবিত্র দাড়ি মোবারক নিয়ে আসেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাজিআ), হাশেমিয়া উজিরিয়া দরবারের আল্লামা হাশেম শাহ, সাতকানিয়া মির্জাখীল দরবারের শাহজাদা মো. মাসুদ।