মহাকাশ থেকে যোগাযোগের চেষ্টায় ভুল নম্বরে ডায়াল, অতঃপর!

যুক্তরাষ্ট্রের হস্টনে অবস্থিত নাসা’র জনসন স্পেস সেন্টারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন ডাচ মহাকাশচারী আন্দ্রে কুইপারস। কিন্তু ভুলবশত তার সেই কলটি চলে যায় ইউএস এমার্জেন্সি সার্ভিসে।

আসলে আন্দ্রে আউটসাইড লাইনে ৯১১ নম্বরে যোগাযোগ করতে চেয়েছিলেন । কিন্তু ৯ এর স্থানে তিনি ০ (শূন্য) চাপেন। যার কারণে কারণে ইন্টারন্যাশনাল লাইন ০১১ নম্বরে চলে যায় কলটি।

আন্দ্রে জানান, “আমি ভুল করেছি, এবং পরের দিন আমি একটি ই-মেইল বার্তা পাই। সেই ই-মেইলে লেখা ছিল ‘আপনি কি ৯১১ নম্বএ ফোন করেছিলেন?’ কিছুটা হতাশ হলাম আমি।”