হযরত উসমান (রা.) এর কিছু বাণী

হযরত উমার (রা:) মৃত্যুবরণ করবার সময় একটা করুণ আর হুলস্থূল সংকটের মুখে ছিল মুসলিম বিশ্ব। সেই সময় যিনি এর হাল ধরেন তিনি হযরত উসমান (রা:)। তিনি ছিলেন ইসলামের তৃতীয় খলিফা। ৬৪৪ থেকে ৬৫৬ পর্যন্ত খিলাফতে অধিষ্ঠিত ছিলেন।

উসমান (রা:) কুরাইশ বংশেরই মানুষ। কিন্তু নবীর গোত্রের নয়, বরং মক্কার সবচেয়ে প্রভাবশালী ও ধনী গোত্র উমাইয়াদের মাঝে তার জন্ম। মক্কার সমাজে একজন ধনী ব্যবসায়ী ছিলেন তিনি। তাকে গণি উপাধি দেওয়া হয়েছিল যার অর্থ ধনী।

তার কিছু মহামূল্যবান বাণী পাঠকদের জন্য তুলে ধরা হলো:

শান্তির সাথে জীবন যাপন করার পরও যে ব্যক্তির আকাঙ্খা মিটে না,তার পক্ষে তৃপ্ত হওয়া সম্ভব না।

আমল বিহীন এলেম অনেক সময় উপকারী হতে পারে।

নিজের বোঝা যতই কম হোক না কেন তা অন্যের উপর চাপাতে চেষ্টা করোনা।

জিহ্বার স্খলন পদস্খলনের চেয়েও বেশি বিপদজনক।

মানুষের হক সম্পর্কে যে সচেতন নয় সে আল্লাহর হক সম্পর্কে কখনই সচেতন হতে পারেনা।

যত দুরবস্থায়ই পতিত হও না কেন আদর্শের ক্ষেত্রে পরাজয় বরণ করোনা।