বল টেম্পারিংয়ের শাস্তিস্বরূপ এক বছরের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। তাঁদের শাস্তি এখনো পুরোপুরিভাবে শেষ হয়নি। তাই বিপিএলে অংশ নেওয়াটা অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ককের জন্য লাভজনকই হতে চলেছে।কেননা বিপিএল এর মাধ্যমে একে তো আন্তর্জাতিক খ্যাত নামা ক্রিকেটারদের সাথে খেলে প্রস্তুতি সারা যাবে আবার স্মিথ অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের নজরও কাড়তে পারবে। অাবার ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, বিপিএলে স্মিথ আর ওয়ার্নারের পারফর্মেন্সের উপর নজর রাখবেন তাঁরা।
তাই বিপিএলের এবারের আসরটা স্মিথদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ, তাঁদের সামনে এক ঢিলে দুই পাখি মারার সুযোগ আছে। বিপিএলে একে তো নিজেদের প্রস্তুতি সারতে পারবেন, অন্যদিকে বোর্ড কর্তাদেরও নজর কাড়তে পারবেন।
এদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন মনে করছেন স্মিথ বিপিএলে খেলায় এবং কুমিল্লার এমন খেলোয়াড় পাওয়ায় দুই পক্ষেরই লাভ হয়েছে।
গতকাল বুধবার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় দলের তো লাভ হবেই, সাথে তাঁর নিজেরও লাভ হবে। সে আন্তর্জাতিক লেভেলে আসার জন্য ম্যাচ খেলতে পারবে। এটা তাঁর জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমন আমাদের জন্যও সে গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আমাদের দলের জন্য সে ভালো খেললে তা আমাদের জন্যই ভালো হবে। আমি আসলে প্রত্যেকটি ক্রিকেটারকে নিয়েই রোমাঞ্চিত, শুধু একজনকে নিয়ে নয়।’
গতবছর মার্চে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের দায়ে এক বছরের জন্য বহিষ্কৃত স্মিথ ও ওয়ার্নারের শাস্তি শেষ হচ্ছে এ বছরের মার্চে। তাই বিশ্বকাপের আগেই জাতীয় দলে ফিরতে পারেন তাঁরা। তবে এক্ষেত্রে তাঁদের বিপিএল ও পিএসএল পারফর্ম্যান্স বড় ধরনের ভূমিকা রাখবে – এমনটিই জানিয়েছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস। তিনি বলেছিলেন, ‘অবশ্যই এই টুর্নামেন্টগুলোতে তাদের ফর্ম আমাদের বিবেচনায় ভূমিকা রাখবে, তাই এগুলো দেখা খুব গুরুত্বপূর্ণ।’সূত্র স্পোর্টসনিউস টোয়েন্টিফোর