নির্বাচনের আগে শনিবার মধ্যরাত রাত থেকে দেশজুড়ে মোবাইল ইন্টারনেট পুরোপুরি বন্ধ করে দিয়েছে সরকার। এর আগে শনিবার দুপুর থেকে মোবাইল ইন্টারনেটের ফোর জি ও থ্রি জি সেবা বন্ধ করে দেওয়া হয়।
শনিবার মধ্যরাতে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি মোবাইল অপারেটরগুলোকে টু জি ইন্টারনেট সেবাও বন্ধ করার নির্দেশনা দেয়। ভোটের পরের দিন সোমবার দুপুর ১২টা পর্যন্ত এই ইন্টারনেট সেবা বন্ধ রাখতে বলেছে তারা।
এক্ষেত্রে এক বা দুই দিনের ইন্টারনেট প্যাকেজ ক্রয় করা গ্রাহকরা তাদের প্যাকেজ ফেরত পাবেন না বলে অপারেটর সূত্র জানিয়েছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হবেন এই ক্ষুদ্র প্যাকেজ গ্রহীতারা।
মোবাইল অপারেটর সূত্র জানায়, বিটিআরসির নির্দেশনা অনুযায়ী কাজ করছেন তারা। রাত ১১টার পর থেকে টু জি ইন্টারনেটও বন্ধ রয়েছে। আর বিটিআরসি সূত্র জানায়, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে ও গুজব প্রতিরোধে সরকারের নির্দেশনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সোমবার দুপুর ১২টা পর্যন্ত মোবাইল ফোন ইন্টারনেট বন্ধ থাকবে।
এর আগে গত বৃহস্পতিবার রাত থেকে প্রায় ১০ ঘণ্টা মোবাইল ইন্টারনেটে ফোর জি ও থ্রি জি সেবা বন্ধ রাখা হয়। শুক্রবার সকাল সাড়ে ৮টায় তা আবার চালু করা হয়।