বাংলামোটরে শিশুর মৃত্যু নিয়ে যে চাঞ্চ্যলকর তথ্য দিলো ময়নাতদন্তকারী চিকিৎসক

প্রতিনিয়ত কত রকমের ঘটনাই না ঘটে। সব ঘটনা না জানতে না পারলেও মিডিয়ার কল্যাণে কিছু ঘটনা আমারা জানতে পারি। তবে কিছু কিছু ঘটনা আমাদের খুবি অবাক করে দেয়। তেমনি আরেকটি ঘটনা ঘটে গেল রাজধানীতে।

গতকাল রাজধানীর বাংলামোটরে নিহত শিশুর শরীরে ধারালো কোন অস্ত্রের আঘাত পাওয়া যায়নি। শারীরিক অসুস্থতার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

\এদিকে শিশু হত্যার ঘটনায় মাদকাসক্ত বাবার বিরুদ্ধে মামলা করেছেন শিশুটির মা। শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, শিশু সাফায়েতের মায়ের অভিযোগোর ভিত্তিতে নুরুজ্জামান কাজলকে আসামি করে মামলা হয়েছে।

বুধবার বাংলামোটরের লিংক রোডের ১৬ নম্বর বাড়ি থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। ৬ ঘণ্টা জিম্মি করে রাখার পর অন্য শিশুকে উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। আটক করা হয় অভিযুক্ত মাদকাসক্ত নুরুজ্জামান কাজলকে।