সিঙ্গেল কলেই গ্রুপ ভিডিও কল তৈরি করা যাবে ফেসবুক মেসেঞ্জারে 

ফেসবুকের মেসেঞ্জারে এখন থেকে আর গ্রুপ ভিডিও করতে হবে না সিঙ্গেল কলেই একাধিক বন্ধুকে সহজেই যুক্ত করা যাবে তেমনি একটি নতুন অপশন যুক্ত করেছে ফেসবুক কর্তৃপক্ষ। সম্প্রতি মেসেঞ্জার অ্যাপে নতুন একটি ফিচার যুক্ত হয়েছে জানিয়েছে ফেসবুক, যাতে ভিডিও কলের সময় অন্যদের সহজেই যুক্ত করা যাবে।

এর আগে গ্রাহক কোনো একটি কলে থাকাকালীন অন্য কোনো বন্ধুকে কল করলে তাকে ওই কলে যুক্ত করা যেত না। কলটি কেটে অন্য বন্ধুকে কল করতে হতো। আর গ্রুপ কল করতে হলে ভিন্ন গ্রুপ খুলে সেখান থেকে কল করতে হতো।

মেসেঞ্জারের নতুন ফিচারের কারণে এবার কলে থাকাকালে তা না কেটেই অন্য কলারকে ভিডিও কলে সংযুক্ত করা যাবে। কলের মধ্যে থাকাকালে ‘অ্যাড পারসন’ অপশন থেকে অন্য বন্ধুকে সহজেই ভিডিও কলে সংযুক্ত করা যাবে।

অ্যান্ড্রয়েড ও আইওএস দুই সংস্করণেই নতুন ফিচারটি এনেছে ফেসবুক। ভিডিও কলে এখন আর বন্ধুদের এ্যাড করার ক্ষেত্রে কোন লিমিট থাকল না।