মক্কার মসজিদে হারামের অনতি দূরেই মহানবী (সা.) এর পিতা আবদুল্লাহর ঘর অবস্থিত। এই ঘরেই প্রিয় নবী (সা.) ৫৭০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।
পরবর্তীতে মক্কায় অবস্থানকালীন সময়ে তিনি এই ঘরেই বসবাস করেন। যদিও এ সম্পর্কে কোন ঐতিহাসিক তথ্য বা প্রমাণ নেই, তবুও সমগ্র মক্কাতেই এটি রাসূল (সা.) এর জন্মস্থান হিসেবে পরিচিত। ওসমানী শাসনামলে এটি মসজিদ হিসেবে ব্যবহৃত হত।
পরবর্তীতে সৌদির বর্তমান আলে-সউদ শাসনামলে একে লাইব্রেরীতে পরিণত করা হয়। সম্প্রতি মসজিদুল হারামের নতুন করে শুরু হওয়া সম্প্রসারণ কার্যক্রমে এই লাইব্রেরীটি অন্তর্ভুক্ত হয়ে পড়েছে। এই স্থানকে কি করা হবে তা সঠিকভাবে জানা না গেলেও, সম্প্রসারণ নকশা ও মডেল থেকে যতটুকু জানা যায়, এ স্থানে কোন স্থাপনা তৈরি না করে একে খালি রাখা হবে।