বাংলা ফোনের আইএসপি-ন্যাশনওয়াইড লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। লাইসেন্সের শর্ত বহির্ভূত ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) সেবা প্রদান বন্ধ না করা, বকেয়া রাজস্ব পরিশোধ না করাসহ কমিশন কর্তৃক নির্দেশনা অমান্য করায় বাংলা ফোনের আইএসপি লাইসেন্স বাতিল করা হয়। বুধবার (১৯ সেপ্টেম্বর) বিটিআরসি’র লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের পরিচালক এম এ তালেব হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন অনুযায়ী এখন থেকে বাংলাফোন লিমিটেডকে তাদের আইএসপি লাইসেন্স সংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এবং সংশ্লিষ্ট সব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বাংলাফোনের সঙ্গে যেকোনো ধরনের টেলিযোগাযোগ সেবা সংক্রান্ত চুক্তি সম্পাদন, সেবা গ্রহণ/প্রদান এবং টেলিযোগাযোগ সেবা গ্রহণ/প্রদানের বিপরীতে আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হয়। অন্যথায়, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।