প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা নিয়েছে সরকার।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, দেশের ৯০ শতাংশ মানুষ বিদ্যুৎ ব্যবহারের সুযোগ পাচ্ছে। বর্তমানে বিদ্যুৎ খাতে ভর্তুকি দেয়া হচ্ছে। দেশ ও দেশের মানুষ স্বাবলম্বী হলে বিদ্যুৎ খাতে ভর্তুকির সুযোগ থাকবে না বলেও জানান শেখ হাসিনা।
এসময়, দেশবাসীকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অবদান রাখায় ৪৭ ব্যক্তি ও ৩৫ প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন।