যে চার কারণে – ছয়দিনের ব্যবধানে চট্টগ্রাম হাটহাজারী ত্রিপুরা পল্লীতে একই পরিবারের তিনজনসহ চার শিশুর মৃত্যুর খবর জানাজানি হওয়ার পর জেলাব্যাপী উদ্বেগ সৃষ্টি হয়। শুরু হয় প্রশাসনের দৌঁড়ঝাপ। প্রথমে অজ্ঞাত রোগে মারা গেছে বলে জানানো হলেও পরে স্বাস্থ্য অধিদফতর বলে ভাইরাসজনিত হামরোগে মারা গেছে ওরা। একই রোগে আক্রান্ত হয়েছে বাকি শিশুরাও।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ ত্রিপুরা পল্লী পরিদর্শন শেষে হাটহাজারীর ওই ত্রিপুরা পল্লীর শিশুদের মাঝে ভাইরাস জনিত হাম রোগ ছড়ানোর চারটি কারণ জানিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, আইইসিডিআর থেকে ৫ সদস্যের টিমসহ বিভিন্ন সংস্থার কয়েকটি প্রতিনিধি দল।
ওই চার কারণের মধ্যে রয়েছে বিশুদ্ধ পানীয় জলের অভাব, পুষ্টিজনিত সমস্যা, শিক্ষার অভাব এবং নোংরা পরিবেশ। এছাড়া আক্রান্ত শিশুদের কখনো রোগ প্রতিরোধক টিকা দেয়া হয়নি বলেও ত্রিপুরা পল্লীর অভিভাবকদের বরাতে এক প্রতিবেদনে উল্লেখ করেছেন তারা।
আগামী বৃহস্পতিবার ত্রিপুরা পল্লীতে হামের টিকা দেয়া হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে হাটহাজারীর ত্রিপুরা পল্লীতে হামরোগে আক্রান্ত আরও চার জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দিনগত রাত আটটা নাগাদ হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ভর্তি করা হয়। ভর্তিকৃতদের মধ্যে রয়েছে শরবতী ত্রিপুরা (৩২) কবিতা ত্রিপুরা (৮), মনি ত্রিপুরা (২৩) ও ঝর্না ত্রিপুরা (৩)।
এই নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জনে। এছাড়াও মঙ্গলবার হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে প্রাথমিক চিকিৎসা নেন শিরমাত ত্রিপুরা (৩৩), রুমা ত্রিপুরা (২৫) শান্তি রাণী ত্রিপুরা (৩)।
সোমবার দিনগত রাতের এগারটার দিকে সোনালী ত্রিপুরা (৫), গোপাল ত্রিপুরা (২), মেনশন চাকমাসহ (৪) ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সীতাকুণ্ডের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশন ডিজিজে (বিআইটিআইডিতে) স্থানান্তর করা হয়। তারা বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
মঙ্গলবার ত্রিপুরা পল্লীর প্রত্যেক পরিবারকে চট্টগ্রাম জেলা প্রশাসকের জরুরি ত্রাণ তহবিল থেকে ২০ কেজি চাল, নগদ এক হাজার টাকা এবং ২৪ জনকে জামা-কাপড় বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার আক্তার উন নেছা শিউলী।
এ সময় চট্টগ্রাম জেলার জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের প্রতিনিধি দল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদা আলম, উপজেলা সমবায় কর্মকর্তা আমান উল্লাহ, ইউপি চেয়ারম্যান ইদ্রিস মিয়া তালুকদার, ইউপি সদস্য বাদশা আলম এবং সিরাজুল ইসলাম ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন।