খুলনার খালিশপুরে জ্বালানি তেলের ডিপোতে অগ্নিকাণ্ডে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে নয়জন। সোমবার বেলার ১১টার দিকে মেঘনা ডিপোতে এ দুর্ঘটনা ঘটে।
খালিশপুর থানার ওসি মোশাররফ হোসেন তিনজনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিত্সার উদ্দেশে নেয়া হয়েছে।