জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. তাজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত ১২টার দিকে তিনি মারা যান।
জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য তাজুল বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ছিলেন।
কিডনির জটিলতায় আক্রান্ত তাজুল ইসলামকে রবিবার দুপুরে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তিনি আইসিউতে ছিলেন। সোমবার দুপুরে তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। এরপর রাত সাড়ে ১২টার দিকে তাজুলের মৃত্যু হয় বলে জাতীয় পার্টির প্রেস উইং জানায়।
আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাজুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হবে।