এক মাছি ভেস্তে দিল বিশ্ব রেকর্ডের আয়োজন!

ছোট ছোট ডমিনো সাজিয়ে নতুন এক বিশ্ব রেকর্ড ভাঙার আয়োজন করা হয়েছিল। টানা দুই সপ্তাহ ধরে কাজ করছিলেন ২২ জন কারিগর। তারা ৫ লাখ ৯৬ হাজার ২২৯টি ছোট ডমিনো সাজাচ্ছিলেন। জার্মানির ডমিনো গ্রুপ এর আগে ২০১৩ সালে একটি রেকর্ড গড়েছিল। নিজেদের সেই রেকর্ড নিজেরাই ভাঙার আরেকটি আয়োজন সম্পন্ন করে তারা। কিন্তু সেই আয়োজনকে ভেস্তে দিল ছোট্ট এক মাছি।

ছোটো ছোটো টাইলগুলো বিশেষভাবে সাজানোর সময় একটি মাছি এসে বসে ডমিনোর একটি টাইলে। চিমটা ব্যবহার করে অতি সাবধানে ডমিনোগুলোকে একের পর এক সাজানো হয়েছে। ডমিনোগুলো এমনভাবে সাজানো হয় যে একটিকে এক কোণা থেকে টোকা দিলে সবগুলো একে একে উল্টো দিকে পড়তে থাকে। মাছি বসতে গিয়ে হালকা ওজনের একটি টাইল পড়ে যায়। ব্যস, এই সজ্জার বড় একটি অংশ নষ্ট হয়ে যায়। সবগুলো সাজানোর মতো হাতে আর সময়ও ছিল না। বিগত ১৪ দিন ধরে এগুলো সাজানো হচ্ছিল।

সিনার্স ডমিনো এন্টারটেইনমেন্টের কর্ণধার প্যাট্রিক সিনার স্থানীয় এক সংবাদপত্রকে জানান, একটি পিৎজার টাইলকে নষ্ট করে মাছি। ওটাকে বের করে আবারো সাজানো সম্ভব ছিল না।

ফ্রাঙ্কফুটে গত ৩ আগস্ট ‘ডোমিনো ডে’ উপলক্ষে বিশ্ব রেকর্ড গড়ার আয়োজন করেছিল তারা। কিন্তু একটি মাছিতে সব শেষ হয়ে যায়!