ঈদ কবে- ২২ নাকি ২৩ আগস্ট? জেনে নিন

চাঁদ দেখা সাপেক্ষে ঈদের দিনক্ষণ নির্ধারণ হয়ে থাকে। এ বছর কুরবানির ঈদ ২২ আগস্ট না ২৩ আগস্ট হবে তা জানা যাবে আগামীকাল রোববার। এদিন সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ওই কমিটি থেকে ঈদের তারিখ নির্ধারণ করা হবে।

শনিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ধর্মমন্ত্রী মতিউর রহমান ওই সভায় সভাপতিত্ব করবেন। রোববার জিলহজ মাসের চাঁদ দেখা গেলে সোমবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সেক্ষেত্রে বাংলাদেশে কুরবানির ঈদ হবে ২২ আগস্ট।