গাজীপুরের কাপাসিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক প্রকৌশলী নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন দুইজন। এছাড়া আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন আরও পাঁচজন। খবর পেয়ে গাজীপুর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাতে কাপাসিয়ার তরগাঁও ঋষিপাড়া মোড় এলাকার কফিলউদ্দিনের দ্বিতল বাড়ির নিচতলায় একটি দোকানে সিগারেট ধরানোর সময় গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে আগুন ধরে যায়।
এ সময় দোকানটিতে চা খেতে আসা স্থানীয় একটি সড়ক উন্নয়ন কাজের ঠিকাদার কোম্পানির প্রকৌশলী মাসুদ রানা আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। দগ্ধ হন ভবনের মালিক কফিল উদ্দিন (৫৫) ও তার কর্মচারী আলমগীর (১৯)। তাদের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আগুন নেভাতে গিয়ে আরও পাঁচজন আহত হয়েছেন। কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মামুনুর রহমান জানান, আহতরা ১৫ ভাগ করে দগ্ধ হলেও সবাই আশঙ্কামুক্ত।