রমিজ উদ্দিন কলেজকে প্রধানমন্ত্রীর উপহার

বিমানবন্দর সড়কে বাস চাপায় যে কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানটিকে পাঁচটি বাস উপহার হিসেবে দিয়েছে সরকার। আর প্রতিষ্ঠানটির পক্ষ থেকেও শিক্ষার্থীদের সড়ক ছেড়ে ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করা হয়েছে।

গত বোববার দুপুরে এই প্রাণহানির প্রতিক্রিয়ায় পরদিন থেকে নিরাপদ নিরাপদ সড়কের দাবিতে চলা টানা ছাত্র আন্দোলনের মধ্যে শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা সেনানিবাসে শহীদ রমিজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের কাছে বাসগুলো তুলে দেয়া হয়।

রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূইয়া এই চাবি তুলে দেন। কলেজের পক্ষে গাড়ির চাবি গ্রহণ করেন ঢাকা অঞ্চলের ক্যান্টনমেন্ট পাবলিক এবং ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল ও কলেজের প্রধান পৃষ্ঠপোষক এবং লজিস্টিকস এরিয়া কমান্ডার মেজর জেনারেল আতাউল হাকিম সরওয়ার হাসান।

দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে শিক্ষার্থী পরিবহনের জন্য এই বাসগুলো দেয়া হয়েছে। এর মধ্যে তিনটি এক তলা, একটি দ্বিতল এবং একটি ৩০ আসনের মিনিবাস।

এ সময় কলেজের পক্ষ থেকে ছাত্র এবং শিক্ষক-দুই পক্ষই ছাত্রদের রাস্তা ছেড়ে ঘরে ফেরার আহ্বান জানানো হয়।

এ সময় জানানো হয় গত ২৯ জুলাইয়ের দুর্ঘটনায় আহতদের মধ্যে চারজন ছাড়া বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।