হাশরের মাঠে সব মানুষই থাকবেন পেরেশানের মধ্যে। সেদিন মহান আল্লাহ পাকের বিচারের সামনে অসহায় হয়ে পড়বে প্রতিটি মানুষ। যে ময়দানে আল্লাহর রহমত না হলে কারো মুক্তির কোনো আশা থাকবে না।
সেই ময়দানে রাসুল (সা.) আপন উম্মতের মধ্যে অনেকের জন্যে আল্লাহ তায়ালার কাছে বিশেষভাবে সুপারশি করবেন এবং মহান আল্লাহ তায়ালাও রাসূল (সা.) এর সুপারিশ কবুল করবেন। হাদিসে এসেছে যে ব্যক্তি জুমার দিন ও রাতে অধিক পরিমাণে দরূদ শরিফ পাঠ করবে আখেরাতে তার জন্য সুসংবাদ অপেক্ষা করছে। এ প্রসঙ্গে রাসুল (সা.) ইরশাদ করেছেন, জুমার দিনে ও রাতে আমার প্রতি বেশি করে দরূদ পাঠ করো। যে ব্যক্তি বেশি দরূদ পাঠ করবে, কেয়ামতের দিন আমি তার জন্য আল্লাহ সামনে সাক্ষ্য প্রদান করব এবং সুপারিশ করব।