গাড়ি চালকদের নিয়ে ক্রিকেটার রুবেল হোসেন যা বললেন…..

ক্রিকেটার রুবেল হোসেন- সড়কে দীর্ঘায়িত হচ্ছে মৃত্যুর মিছিল। দেশের বিভিন্ন সড়কে প্রতিদিনই প্রাণ দিচ্ছে বহু মানুষ। কোনোভাবেই যেন মৃত্যুর এ মিছিল থামছে না।

সর্বশেষ রোববার জীবন দিতে হয়েছে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দিয়া খানম মিম ও আবদুল করিম রাজিব নামে দুই শিক্ষার্থীর। জাবালে নূর পরিবহনের দুই চালকের প্রতিযোগিতার বলি হতে হয়েছে এ দুই শিক্ষার্থীকে।

গাড়িচালকদের এমন দৌরাত্ম্য নিয়ে মুখ খুলেছেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন।

গাড়ি চালকদের নিয়ে ক্রিকেটার রুবেল হোসেন যা বললেন…..

রুবেল হোসেন মাসাজিম মাধ্যম ফেসবুকে তাদের নিজের আইডিতে লিখেছেন, ‘ড্রাইভার ভাইদের বলছি, আজকে আপনারা ট্রাফিক নিয়ম মেনে না চলায়, নিজেরা নিজেরা রেস করতে গিয়ে জীবন দিতে হচ্ছে কারও বাবা–মার সন্তানকে, কারও আবার বাবা–মাকে।

মনে রাখবেন, এই চোখের পানির মূল্য আপনাদের দিতে হবে…এ কান্না শুধু তাদের সহপাঠী, পরিবার, আত্মীয়স্বজনের নয়! এ কান্না আজ সারা দেশের, প্রত্যেক মানুষের…’