নিউইয়র্কে বসেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন অব নর্থ আমেরিকার (জুয়ানা) আয়োজনে হয় এই মিলনমেলা ও বনভোজন অনুষ্ঠান।
রবিবার সানকিন ম্যাডো স্ট্যাট পার্কে দিনব্যাপী এই আয়োজনে ছিল খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের প্রথম থেকে ৩৮তম ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেয় এই আয়োজনে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত প্রায় দেড় শতাধিক প্রাক্তন শিক্ষার্থীর অংশগ্রহণের অনুষ্ঠানস্থল যেন পরিণত হয় এক টুকরা জাবিতে।
এ সময় জুয়ানার সভাপতি রিয়াজুল কাদের জহির, সাধারণ সম্পাদক মেহেরুন নাহার মাজেদা, বনভোজন উদযাপন কমিটির আহ্বায়ক মসিউর রহমান কামাল ও সদস্য সচিব নূর মিয়াজি কালামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।